Posts

অপেক্ষা

অদ্য যামিনির মত সেই রাত্রিও ছিল ভরা বর্ষার।ভাদ্রের নিকষ কালো মেঘরাশি কলিকাতাকে আপণ বক্ষ মাঝে জড়াইয়া ধরিয়া অবিরাম ধারায় স্নিক্ত করিতেছে। । ভগবান প্রতিজ্ঞা করিয়াছে আজকেই কলিকাতার সমস্ত ক্লেদ বর্ষার নবীন ধারায় ধুইয়া দিবে। তাহার ওপর অমাবস্যা।দূরে ঝি ঝি পোকা ও ভেকের ডাকে চারিধারে এক ভৌতিক পরিবেশ সৃষ্টি হইয়াছে। পার্শ্ববর্তী কদম্ব ফুল টুপ টুপ করিয়া মাটিতে পড়িতেছে, যেমন সদ্যস্নাত রমণীর কেশরাশি হতে বারির ধারা তৃষিত দেহপেলোবের ওপর ঝরিয়া পড়ে। এই দুর্যোগের রাত্রে আমাদের গল্পের নায়িকা সুলোচনা একাকী বিরহীনি রাধিকার মত মেডিক্যাল কলেজের ইডেন বিল্ডিংয়ের গাড়ি বারান্দায় কেনো দাড়াইয়া আছে?। সেই প্রশ্নের উত্তরে নাহয় পরে আসি,আগে বলে দিলে গল্পের সাসপেন্স নষ্ট হয়ে যায়। যাহ, সাধু ভাষা আর ধরে রাখা গেলো না, আসলে বাংলায় মাধ্যমিকে টেনেটুনে পাশ করেছি তো, বাকি গল্পটা নাহয় চলিতেই থাক।      গুরুজনেরা বলে গেছেন যে কোনো গল্প শুরুর আগে তার স্থান কাল পাত্র বিবেচনা করা খুব দরকারি। স্থান কাল আগেই বলে দিয়েছি, তাই এবার পাত্র,থুড়ি পাত্রীর কথাতে আসি।সুলোচনা,নামটা ভারী মিষ্টি। মা মরা মেয়েটার ভালোব

A night in Saigon

Image
Paradox originated from the greek word paradoxus (para, meaning 'outside off' + doken ,' to think'). And you will realise it when you arrive at Ho Chi Minh, the city of Paradoxes, the "Paris of the East".  Is it Saigon or Ho Chi Minh.....well the official name is Tanh Po Ho Chi Minh (TPHCM), but ask most Vietnamese (they will say Saigon, a name given by their collonial masters,the French) ignoring the name given in the name of their leader, Ho Chi Minh, after the reunification of their country in 1976. Presently the central district 1 is called HCM, while the surrounding areas are called Saigon (a truce between the names!) After coming out of the airport, HCM suprised me. Being accustomed to the noisy dirty cities of SE Asia, I was thrilled to see wide boulevard flanked by 3 lane roads, beautiful lush gardens ,glimpses of French architecture interspersed with high rises of a metropolis.It is a   country of paradoxes, a country with a violent past with a peacef

Gopalpur at sea

Image
Gopalpur on sea " There's no such thing as bad weather, only unsuitable clothing. Alfred Wainwright, A Coast to Coast Walk Prelude: "As you can see,the sea level has raised,the coconut trees are swaying dangerously. We are getting reports( verified or unverified,only God knows) from various sources( who are the sources????) that the road connection to Gopalpur is snapped. Huge areas are deluded by the landfall due to Titli"-- barked the ABP Ananda reporter . I switched off the TV . 3days still left for our road trip to Gopalpur....and Titli is creating a havoc to our plans. The journey "Durga Durga"....my wife made a small prayer,before we started our journey to Gopalpur on sea . The last 3days had been full of hectic phone calls to friends,relatives and hotels in Odisa to know about the ground realities. Bengali news channels are notoriously famous for over dramatization of events,so their reporting should be taken with a pinch of salt. After a brief snack

ভদকা ও এক ভূতের গল্প

"একটা ভূতের গল্প হয়ে যাক", ফার্স্ট  পেগ এ চুমুক দিয়ে যশ বলে উঠলো।        কলেজের ফার্স্ট এমবি শেষ, মনটা উড়ু উড়ু। এদিকে মাসেরও শেষ, পকেট গড়ের মাঠ, তাই ইচ্ছে থাকলেও দিঘা পুরী যাওয়ার রেস্ত নেই। রবিবারের সক্কাল বেলায় ক্যান্টিন-এ ব্যাজার মুখে রাবারের মত ছিবড়ে লুচী আর পচা আলুর দম গিলছিলুম আমরা চার বন্ধু,আমি যশ নিকুঞ্জ আর অর্ক। অর্ক কে বাদ দিলে আমরা তিনজনেই কলকাতার বাবু। হোস্টেল প্রায় ফাঁকা, আর যারা ছিল তারা ভিক্টোরিয়ায় প্রেম করতে গেছে; হোস্টেল এ বসে আছি শুধু আমরা এই চার প্রাণী। হঠাৎ নিকুঞ্জ বলে উঠলো, "অর্ক, তুমনে বোলা থা না তুমহারে গাঁও মে এক পুরানা জামিন্দার হাভেলী হে, চলো উহা সে ঘুম কে আতে হে "। অর্কটা বেজায় কৃপণ, মিনমিন করে বলে ," সে তো ভূতুড়ে বাড়ি, সাপ খোপ থাকে, কেউ নেই এখন, সেখানে  যাবি?" কিন্তু আমরাও নাছোড়বান্দা, রাত বারোটায় বেট করে পার্ক স্ট্রিট সিমেন্ত্রী ঘুরে এসেছি, আমরা  ভয় পাবো, কাভি নহি। তাই ঠিক হলো শুভশ্র শ্রীঘম, পরশু ভোর ভোর রওনা দেওয়া হবে অর্কর "জামিন্দার হাভেলী" দেখতে।      তা পরশু হতে ঢের দেরি আছে, এই ফাঁকে অর্কর ঠিকুজি কুষ্ঠীটা একটু আ

The misadventures of Tawang

Image
The lakes of Tawang " It was the  best  of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of Light, it was the season of Darkness, it was the spring of hope, it was the winter of despair, we had everything before us, we had nothing before us, we were all going direct to Heaven, we were all going direct the other way "   Charles Dicken's, A tale of two cities (1859)         Sitting in front of my Lab computer, i could think of no better quote than this to portray  the uncertain times that we live today. As colleagues and friends  and mentors fight and die in the war against the Corona virus ( fancifully called SARS-nCov2), and depression and despair rob our hearts of hope, like the kiss of Dementors of Azkaban, i sit here staring at the dark pensive monsoon sky across the window of my office desk. One thing that i have learned from travellin