Posts

Showing posts from September, 2025

আমার পুজো

Image
আমি কোনো সেলিব্রিটি নই। তার চেয়েও বড় কথা আমি এখনো বুড়ো হয়ে যায়নি। তাই আমার স্মৃতিরোমন্থন করা বাতুলতার পর্যায়ে পড়ে। এটা ফরমায়েশি লেখা নয়, খেয়ালী....না না বদখেয়ালি লেখা বলতে পারো। সব লেখকের মনেই অমরত্বের প্রত্যাশা থাকে, যে ১০০ বছর পরেও কেউ তার লেখা পড়বে, আর সামান্য হলেও তারিফ করবে। যখন স্বয়ং কবি গুরু সেই ফাঁদে পা ফেলেছেন, আমি তো নগন্য কিট পতঙ্গ। সে যাই হোক, আমার মত অর্বাচীনের লেখা কেউ নিজে থেকে পড়ে বলে মনে হয়না,উল্টে আমি লোকজনকে পাঠাই তাদের মূল্যবান সময় অপচয় করতে! অনেক বাজে বকেছি, এবার কাজের কথায় আসি।আজকের বিষয় আমার চোখে দুর্গাপুজো।    বৈষ্ণব বাড়িতে জন্ম,তাই পুজো জিনিসটা সেই জ্ঞান হওয়া থেকে দেখে আসছি। ওই প্রত্যেক বৃহস্পতিবার, লক্ষী ঠাকুরের পুজো। ( শনি ঠাকুর তখনও অত পাত্তা পাননি, আসলে পাপের ঘড়া পূর্ণ হয়নি ত!) দুর্গাপুজোর মাহাত্ম্য বুঝতে পারলাম স্কুলে ভর্তি হয়ে। ওই সময় একমাসের স্কুল ছুটি, ৫-৬ দিন কোনো পড়াশোনার বালাই নেই।বেশিরভাগ পুজোয় আমরা ঘুরতে বেরিয়ে যেতাম; তাই আলাদা করে দুর্গাপুজোর প্রতি কোনো টান কোনোকালেই ছিল না। স্কুল এ ছুটি পড়ত পঞ্চমীতে। পুজো শুর...

গ্রামের নাম বিকনা

Image
"বিকনা আবার কোনো নাম হতে পারে নাকি? এর মানে কি?", বাঁকুড়া থেকে দুর্গাপুর যাওয়ার রাস্তাটা ধরতে ধরতে আমি আলতো ভাবে প্রশ্নটা ছুঁড়ে দিলাম অনামিকার দিকে।      " তুই নিজেই গিয়ে জিজ্ঞেস করিস।বোধহয় বিক্রি শব্দের অপভ্রংশ বিকনা। আরে আরে,কোথায় যাচ্ছিস, রাইট টার্ন নে।"      আমি মাইকেল শুমাকারের মত ঘ্যাচাং করে একটা ১২০* টার্ন নিলুম,আর সজোরে ব্রেক। " উল্লুক কোথাকার", সজোরে মাথায় গাট্টা। "নেমে আয় "। মাথায় হাত বোলাতে বোলাতে, নেমে এসে দেখলাম একটা খুবই সুন্দর তোরণ, ওপরে লেখা, বিকনা ডোকরা শিল্প ডাঙ্গা,বাঁকুড়া। তোরণের শোকেসে ডোকরার কাজ। "আমি তো ভেবেই বসেছিলাম এটা বিষ্ণুপুরের মাটির ঘোড়া তৈরির গ্রাম!" আমার কথা পাত্তা না দিয়েই বললো, "চল, এগোই "      তো আমি অনামিকার পিছু ধাওয়া করলাম। গ্রামটা যেন ঠিক গ্রাম না,কেমন যেনো অগোছালো চারিধার। বিধাতা যেন অনেককিছু একসাথে দিতে গিয়ে গুবলেট করে ফেলেছেন।আমি এর আগে নয়া গিয়েছি, পটুয়া দের গ্রাম। সে যেন আর একটু সাজানো গোছানো ছিল, আর দেখেছিলাম ওড়িশার গ্রাম, সে তো রং তুলি দিয়ে আঁকা ছবি। ঢুকতেই পার্কিং...

ভদকা ও ভূতের গপ্পো - পার্ট ৩

Image
এত ঘন ঘন ভূতের গপ্পো তুই পাস কোথা থেকে রে, নিকুঞ্জ আমায় জিজ্ঞেস করলো? তুই কি আমার মত গাঁজা টেনে এসব লিখিস?  পুরো java তে এতদিন এক পেগ মদ না খাওয়া নিকুঞ্জ ( ইন্দোনেশিয়া মুসলিম দেশ, তাই মদ পাওয়া যায় না, যদিও আমরা একদিন beer খেয়েছি Tumpak sewa তে,কিন্তু beer কি তার কৌলিন্য খুইয়ে হুইস্কি স্কচ এর জাতে উঠতে পেরেছে?) bali তে এসে পুরো তিন বোতল ভদকা কিনে ফেলেছে। নিকুঞ্জের অবস্থা অনেকটাই জলবিহীন মাছের মত, এতদিন ছটফট করছিল, আজকে সুযোগ পেয়ে শুকনো সাহারা মরুভূমিতে সবুজের বিজয় ধ্বজা ফরফর করে ওড়াচ্ছে। এইবারের আসর বসেছে Alam Dasa Homestay তে,Tabunan, মধ্য Bali। প্ল্যান টা হঠাৎ করেই হয়ে গেলো। আমার বন্ধু অভিক,একদিন ফোন করে বলল যে ও East Java তে volcano আর waterfalls এর ছবি তুলতে যাবে।আমি তো ব্যাচেলর মানুষ, ঘুরতে যেতে সব সময় রাজি। নিকুঞ্জ কে বলতে ও তো প্রায় চেয়ার থেকে পড়েই যাচ্ছিল, বললো,আরিব্বাস! Volcano r ছবি? আমি বললাম সাথে Borbodur আর Prambanan temples ফাউ। এক কথায় রাজি। আমাদের সাথে জুড়লো আর একজন পাইলট, ভাস্কর.....ও অভিক এর বন্ধু।   তা, Yogakarytai এসে নিকুঞ্জ তো দিকভ্রান্ত ন...