ভদকা ও ভূতের গপ্পো - পার্ট ৩
এত ঘন ঘন ভূতের গপ্পো তুই পাস কোথা থেকে রে, নিকুঞ্জ আমায় জিজ্ঞেস করলো? তুই কি আমার মত গাঁজা টেনে এসব লিখিস? পুরো java তে এতদিন এক পেগ মদ না খাওয়া নিকুঞ্জ ( ইন্দোনেশিয়া মুসলিম দেশ, তাই মদ পাওয়া যায় না, যদিও আমরা একদিন beer খেয়েছি Tumpak sewa তে,কিন্তু beer কি তার কৌলিন্য খুইয়ে হুইস্কি স্কচ এর জাতে উঠতে পেরেছে?) bali তে এসে পুরো তিন বোতল ভদকা কিনে ফেলেছে। নিকুঞ্জের অবস্থা অনেকটাই জলবিহীন মাছের মত, এতদিন ছটফট করছিল, আজকে সুযোগ পেয়ে শুকনো সাহারা মরুভূমিতে সবুজের বিজয় ধ্বজা ফরফর করে ওড়াচ্ছে। এইবারের আসর বসেছে Alam Dasa Homestay তে,Tabunan, মধ্য Bali। প্ল্যান টা হঠাৎ করেই হয়ে গেলো। আমার বন্ধু অভিক,একদিন ফোন করে বলল যে ও East Java তে volcano আর waterfalls এর ছবি তুলতে যাবে।আমি তো ব্যাচেলর মানুষ, ঘুরতে যেতে সব সময় রাজি। নিকুঞ্জ কে বলতে ও তো প্রায় চেয়ার থেকে পড়েই যাচ্ছিল, বললো,আরিব্বাস! Volcano r ছবি? আমি বললাম সাথে Borbodur আর Prambanan temples ফাউ। এক কথায় রাজি। আমাদের সাথে জুড়লো আর একজন পাইলট, ভাস্কর.....ও অভিক এর বন্ধু। তা, Yogakarytai এসে নিকুঞ্জ তো দিকভ্রান্ত ন...